
জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসি কমিশনার বলেন, বিগত দেড় দশকে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা কাটিয়ে উঠতে গণমাধ্যমসহ সব পক্ষের দায়িত্ব রয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন ভিন্ন মাত্রা সৃষ্টি করবে।
তিনি জানান, এক ভোটারকে দুটি ভোট দিতে গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে। ভোটের মাঠে গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের জোয়ারে রয়েছে নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে সমন্বয় রেখে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি।
নির্বাচনের আগে সাংবাদিকদের প্রশিক্ষণকে নির্বাচন পরিচালনার স্বচ্ছতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন বক্তারা।





















