বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র মুক্তি পেল

ট্রায়াল অব জুলাই ম্যাসাকার
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ- জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার বিচার দাবিতে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ বুধবার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে। ২১ মিনিট ৫৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চলচ্চিত্রটিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের হাতে সংঘটিত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেশজুড়ে গণঅভ্যুত্থানের পটভূমি, হত্যার ভয়াবহতা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে।

প্রামাণ্যচিত্রটির সঙ্গে দেওয়া সরকারি বার্তায় বলা হয়েছে- পৃথিবীর ইতিহাসের অন্যতম ন্যক্কারজনক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বাংলাদেশ ঐক্যবদ্ধ।

সরকারি সূত্র জানায়, প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশের দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে এবং এর বিভিন্ন ভাষার সংস্করণও তৈরি করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক অঙ্গনে ঘটনাটি সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়