‘তরুণরাই জাতির চালিকাশক্তি’ উল্লেখ করে দেশের উন্নয়নে মেধা ও সৃজনশীলতা কাজে লাগাতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’-এ তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ১২ তরুণকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠুক।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা ইতোমধ্যেই প্রশংসনীয়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
স্বেচ্ছাসেবাকে আত্মউন্নয়ন ও নেতৃত্ব গঠনের আদর্শ মাধ্যম হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজের প্রতিটি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্রে পরিণত হবে।