
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। কক্সবাজার পৌঁছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং জলবায়ু উদ্বাস্তুদের সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
কক্সবাজার সফরের অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারা ক্যাম্পের বিভিন্ন সুযোগ-সুবিধা, লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। পরে তারা প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতারে যোগ দেন। এসময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার জন্য জাতিসংঘের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।