Search
Close this search box.

রবিবার- ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিচার বিভাগ সংস্কারে মতামত গ্রহণের জন্য ওয়েবসাইট চালু

বিচার বিভাগ সংস্কারে মতামত গ্রহণ
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার ব্যবস্থায় উন্নয়ন আনতে অংশীজনদের মতামত গ্রহণের উদ্দেশ্যে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। কমিশন শনিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

কমিশন জানিয়েছে, জনগণ, বিচারক, আইনজীবী, এবং আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাদের মতামত জমা দিতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইট (www.jrc.gov.bd) এ ভিন্ন শ্রেণির অংশীজনদের জন্য আলাদা প্রশ্নমালা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই প্রশ্নমালা পূরণ করে তাদের মতামত জমা দিতে পারবেন।

বিশেষ কোনো প্রস্তাব বা পরিকল্পনা থাকলে তা কমিশনের ই-মেইলে অথবা ডাকযোগে প্রেরণ করা যাবে। ই-মেইল ঠিকানা: [email protected][email protected]

এই উদ্যোগের মাধ্যমে বিচার বিভাগের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি জনগণের মতামত জানা যাবে। এটি একটি গণমুখী উদ্যোগ, যা দেশের বিচার ব্যবস্থার কার্যকারিতা উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়