
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। আদালতে হাজির হওয়া অবস্থায় তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন।
আদালতে নিজের অসুস্থতা ও পারিবারিক অবস্থার কথা উল্লেখ করে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার বয়স ৭৬ বছর। চোখের সমস্যা রয়েছে, ৭০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি আমার পরিবারের খোঁজ নিতে পারছি না। এ অবস্থায় আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।
সোমবার (৩ মার্চ) সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানির একপর্যায়ে কামাল আহমেদ মজুমদার বিচারকের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি জানান, কারাগারে আমি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছি না। ডায়াবেটিস চেক করার জন্য কোনো ডিজিটাল যন্ত্র নেই, ওষুধও দেওয়া হচ্ছে না। এমনকি আমি পবিত্র কোরআন শরীফও চাইলে পাইনি। বারবার আমার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি এ অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে পারছি না।
এসময় তিনি ডিজিটাল কোরআন শরীফ, ডায়াবেটিস মাপার যন্ত্র ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার জন্য আদালতের কাছে আবেদন জানান।
বিচারক তাকে আইনজীবীর মাধ্যমে আবেদন করার পরামর্শ দেন এবং তার গ্রেপ্তার সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।