Search
Close this search box.

বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আ. লীগের চ্যাপ্টার বন্ধ, পুনরায় খোলার সুযোগ নেই: জামায়াত আমির

আ. লীগের চ্যাপ্টার বন্ধ, পুনরায় খোলার সুযোগ নেই: জামায়াত আমির
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন যে, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। এখন তা পুনরায় খোলার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২১ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক মন্তব্যের ঘরে তিনি এ কথা বলেন।

একটি পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এ মুহূর্তে সকল নাগরিককে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।

তিনি আরও লেখেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় পার করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই।

তার মতে, দেশকে অস্থিতিশীল করতে কিছু অপশক্তি নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হলেও কিছু মহল এখনও নানান কৌশলে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টায় রয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের একটাই দাবি— গণহত্যাকারীদের বিচার। পাশাপাশি, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও সুস্থ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবার সুযোগ নেই। জনগণ চায় ন্যায়বিচার, আর সেটাই হবে দেশের ভবিষ্যতের মূল ভিত্তি।

তার পোস্টের শেষ অংশে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের সহায়তা করেন। আমীন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়