বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন, দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তিনি বলেন, উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এটি গণতন্ত্রের কবর রচনা করতে পারে এবং বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটে পড়তে পারে।
বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ও চরমপন্থীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা না গেলে, তা গণতন্ত্রের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
তারেক রহমান আরও বলেন, গত দেড় দশকের শাসনামলে শুধু অর্থনীতি ও রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধও ধ্বংস হয়েছে। সমাজে বিদ্বেষের বীজ বপন করা হয়েছে, যা সামাজিক বন্ধনকে দুর্বল করে দিয়েছে। সামাজিক অবক্ষয়ের ফলে উগ্রবাদ বিস্তারের জন্য এক উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে।
দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, নারীদের নিরাপত্তাহীন রেখে একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন নতুন রাজনৈতিক কাঠামো নিয়ে ব্যস্ত থাকার কারণে নারীদের নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে কিনা, তা গভীরভাবে পর্যালোচনা করা দরকার।
তারেক রহমান বলেন, একটি নির্বাচন শুধু কোনো দলকে ক্ষমতায় নেওয়ার বিষয় নয়, এটি একটি জাতির গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্ন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার কারণেই অতীতে স্বৈরাচারী সরকারগুলোর পতন ঘটেছে।