
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত দেশের জনগণ কোনো বিকল্প চিন্তা করতে পারে না। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যেন ভুল করেও নির্বাচনের কথা না তোলে। যতদিন পর্যন্ত আমরা তাকে বিচারের সম্মুখীন দেখতে পাব না, ততদিন পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।
শহীদদের স্মরণ করে সারজিস বলেন, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে। আমাদের মায়েদের চোখের পানি এখনো শুকায়নি। আমাদের একটাই চাওয়া—আমরা যেন মৃত্যুর আগে শেখ হাসিনার বিচার দেখে যেতে পারি।
তিনি আরও বলেন, আমরা মায়েদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা তাদের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করে।