Search
Close this search box.

বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাহস থাকলে দেশে ফেরার আহ্বান জানালেন মাসুদ সাঈদী

মাসুদ সাঈদী শেখ হাসিনা চ্যালেঞ্জ
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বর্তমান সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে দেশে ফিরে আসুন। শহীদ পরিবারের সামনে ফাঁসির রশি প্রস্তুত আছে।

বুধবার (১১ ডিসেম্বর) ইন্দুরকানী ফজলুল করিম আলিম মাদরাসা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ পাপের পথে চলা একটি দল। তারা হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেও কখনো ক্ষমা চায়নি।

নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, দেশে যথাযথ সংস্কার ছাড়া কোনো নির্বাচন সফল হবে না। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে আছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন শুধু ক্ষমতার জন্য নয়, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্যই এই সংগ্রাম।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন: অধ্যক্ষ মো. জহিরুল হক (সাবেক সভাপতি, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন), ছিদ্দিকুল ইসলাম খন্দকার (বর্তমান সভাপতি), গোলাম মোস্তফা (সহসভাপতি), মো. শাহ জালাল (সাধারণ সম্পাদক), হাবিবুর রহমান (জেলা জামায়াতের নির্বাচনবিষয়ক সম্পাদক)।

সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়