সোমবার- ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি চায় আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার: রুমিন ফারহানা

bnp-bichar-dabi
ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের অত্যাচারী ও জালিমদের বিচার বিএনপি যতটা চায়, অন্য কোনো দল ততটা চায় না। তিনি আরও বলেন, কেউ কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না। বাংলাদেশে প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি, আর আওয়ামী লীগের বিচার চাওয়া বিএনপিরই দাবি।

গত রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “পিআর সিস্টেম সম্পর্কে অনেকেই জানে না। কিছু দল এখন পিআর ছাড়া নির্বাচন করতে চায় না। সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে জয় পাওয়া সম্ভব নয়, তাই ভোটকে ব্যাহত করার চেষ্টা করছে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, আজ থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। বিএনপি জোর-জবরদস্তি বা ভোট কারচুপি রাজনীতিতে বিশ্বাস করে না।”

তিনি আরও যোগ করেন, দলের নেতাকর্মীদের কার্যক্রম এমন হওয়া উচিত যাতে ২০২৬ সালের নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকধারী দলের জয় কেউ রুখতে না পারে।

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়