শহীদ ওসমান হাদির সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাকে হত্যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, যারা মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে জ্বালাও-পোড়াও শুরু করেছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তারা বুঝে বা না বুঝে কার উদ্দেশ্য বাস্তবায়ন করছে—সে প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গণমাধ্যমে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, সাংবাদিকদের ভবনের ভেতরে রেখে হত্যাচেষ্টা, সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার মতো ঘটনাগুলো থেকে কারা সুবিধা নিচ্ছে—তা তদন্ত করা জরুরি। অথচ খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের উদ্যোগ না নিয়ে কেন এই পরিকল্পিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চলতে দেওয়া হচ্ছে, সে প্রশ্নও উত্থাপন করেন তিনি।
মাহদী আমিন মন্তব্য করেন, লাশের রাজনীতি, মব সংস্কৃতি ও ঘৃণার বয়ান কখনোই গণঅভ্যুত্থানের তাগিদ প্রকাশ করতে পারে না। সংকটের এই মুহূর্তে সাহসী উদ্ধারকাজের জন্য ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি।
তিনি বলেন, ওসমান হাদি আমাদের ভাই, তার হত্যার বিচার অবশ্যই করতে হবে। পাশাপাশি হীন রাজনৈতিক স্বার্থে আর কোনো নিরপরাধ ও গণতন্ত্রকামী মানুষ যেন প্রাণ না হারান, সে নিশ্চয়তাও জরুরি।