বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে সরকারের দ্বিতীয় কোনো চিন্তা নেই: আইন উপদেষ্টা

february-national-election-bangladesh
ছবি সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে সরকারের কোনো দ্বিতীয় চিন্তা নেই, সব প্রস্তুতি জোরেশোরে চলছে।

বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনাও নেই।”

জুলাই সনদে রাজনৈতিক ঐকমত্য গঠনের প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। এই ধারাবাহিকতায় দলগুলো জুলাই সনদে সই করবে বলেও তিনি বিশ্বাস করেন।

উপদেষ্টাদের লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোও এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে ও সমালোচনা করছে। এটিকে গণতান্ত্রিক উত্তোরণ বলা যায়।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়