বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৫৪ বছরের শাসনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: মিয়া গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার বক্তব্য
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, কৃষি ও সংস্কৃতিসহ কোনো খাতেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তাই আগামী নির্বাচনে জনগণ অতীতের শাসকদের ‘লাল কার্ড’ দেখাবে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (২১ নভেম্বর) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরওয়ার অভিযোগ করেন, দীর্ঘ পাঁচ দশকে শাসনক্ষমতায় থাকা দলগুলো দুর্নীতি, চাঁদাবাজি, রাজনৈতিক নির্যাতন এবং জনজীবনের অবনতি ঘটানোর দায় এড়াতে পারে না। তিনি বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তন এলেও মাঠ দখল ও চাঁদাবাজির পুরোনো প্রবণতা এখনো থামেনি।

তিনি আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। দুর্নীতি ও দখলদারিত্বমুক্ত একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জামায়াতই সক্ষম। দলের আমির ডা. শফিকুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানের বক্তব্য উল্লেখ করে তিনি জানান, ক্ষমতায় গেলে জামায়াতের কোনো এমপি বা মন্ত্রী করমুক্ত গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবে না—এ প্রতিশ্রুতি অন্য রাজনৈতিক দলগুলো দিতে পারে না।

গোলাম পরওয়ার বলেন, উন্নয়ন খাতের বরাদ্দ প্রকাশ ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা হবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই; তারা যেভাবে নৌকা, ধানের শীষ বা লাঙলে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অধিকারও তাদের রয়েছে।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষার্থী নেতা ও জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়