রবিবার- ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রুমিন ফারহানা খোঁজ ও উপহার হাসনাত আবদুল্লাহকে

rumin-farhana-search-and-gift
ছবি: সংগৃহীত

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক উঠান বৈঠকে হাসনাত জানান, রুমিন সম্প্রতি তার খোঁজ নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। রাজনৈতিক শীতলতা কাটতে শুরু করেছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে।

রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে।

রুমিন ফারহানা খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লাহর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। হাসনাতের ভাষায়,এটি ইতিবাচক বার্তা,আমরা অবশ্যই স্বাগত জানাই।

রাজশাহীতে খেলাফত মজলিসের ২৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে নির্বাচন কমিশন ভবনে পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে।

মানুষের সেবায় নিয়োজিত থাকতে চায় জামায়াত: সৈয়দ জয়নুল আবেদীন

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়