দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান— গুরুতর অসুস্থ মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় সময়ে তাঁর পাশে থাকার আকাঙ্ক্ষা তীব্র হলেও দেশে ফেরার বিষয়টি তাঁর একার সিদ্ধান্তে নির্ধারিত নয়।
তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।
তিনি জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য সকল শ্রেণির মানুষ দোয়া করছেন। প্রধান উপদেষ্টা চিকিৎসার সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং দেশ-বিদেশের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বন্ধুপ্রতীম দেশগুলোও উন্নত চিকিৎসা সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান আরও বলেন- রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।
তিনি সবার কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান।