বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইনশাআল্লাহ ওইদিন তিনি দেশে ফিরে যাবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানটি দুটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে আজ ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস, অন্যদিকে দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি বলেন, “আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”
তিনি তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, সামনে দিনগুলো সহজ হবে না। তবে সবাই একসঙ্গে থাকলে দলের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান আরও বলেন, ঐক্য ও ধৈর্য বজায় রাখতে পারলে একটি প্রত্যাশিত, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।