বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জোনায়েদ সাকি বলেন, আগামী সংসদ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংসদ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন, আগামী সংসদের মূল দায়িত্ব হবে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়া।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। যাচাই শেষে তাঁর প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে তিনি বিএনপি জোটের প্রার্থী।

জোনায়েদ সাকি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে—এমনটাই তাঁদের প্রত্যাশা। তিনি উল্লেখ করেন, রক্তস্নাত অভ্যুত্থানের ওপর দাঁড়িয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সূচনা হয়েছে। এই সংগ্রাম হয়েছে বহু আত্মত্যাগের বিনিময়ে। হাজারো শহীদের রক্তের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর গুম, খুন, মামলা ও হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন। তাঁর ভাষায়, ছাত্রদের রক্তে গড়া এই অভ্যুত্থানের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র, ভোটাধিকার, নাগরিক মর্যাদা, সুযোগের সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।

নির্বাচন প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, এবারের নির্বাচন একদিকে যেমন জাতীয় সংসদ নির্বাচন, তেমনি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনও। তিনি বলেন, জুলাইয়ে প্রণীত জাতীয় সনদের ভিত্তিতেই আগামী সংসদে সংবিধান সংস্কার হবে এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যেন সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন—এটাই তাঁদের মূল লক্ষ্য।

বিএনপির বিষয়ে জোনায়েদ সাকি বলেন, বিএনপি কীভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে এবং গত ১৭ বছর ধরে কী ধরনের নির্যাতনের মুখে পড়েছে, তা আগেই বলা হয়েছে। তিনি বলেন, এত বছর পর তাদের প্রার্থী থাকা স্বাভাবিক। যুগপৎ আন্দোলনের ধারায় আলোচনা হবে এবং আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি। বাঞ্ছারামপুরে যুগপৎ আন্দোলনে যুক্তদের মধ্যে ঐক্য থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণভোট বিষয়ে জোনায়েদ সাকি বলেন, এর প্রচারে কোনো ধরনের বাধা নেই। তিনি বলেন, আগামীকাল থেকেই যারা সংস্কার কার্যক্রমে অংশ নিয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিল, প্রত্যেক দলেরই দায়িত্ব হচ্ছে গণভোটের প্রচার করা। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও এতে কোনো সংঘাত বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়