![](https://dorshok24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ (৫ ফেব্রুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর ১২টায় শুরু হওয়া মোনাজাতটি সাড়ে ১২টায় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের, যিনি এর আগের ধাপের মোনাজাতও পরিচালনা করেছিলেন।
লাখ লাখ মুসল্লির ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগ তীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি জানান মুসল্লিরা, অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিশ্ব শান্তি কামনায়ও দোয়া করা হয়। এর আগে, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ধাপ।
বিশ্ব ইজতেমা প্রতি বছর দুই পর্বে অনুষ্ঠিত হয়। তবে এই বছর প্রথম পর্বে দুইটি ধাপ রয়েছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ছিল প্রথম ধাপ এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি ছিল দ্বিতীয় ধাপ। দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন, যা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।