১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানী থেকে শুরু করে সারাদেশে চলছে নানা কর্মসূচি। ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো আয়োজন করেছে কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইসলামী প্রতিযোগিতা।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস আজ শনিবার। ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে মক্কার কোরাইশ গোত্রে জন্ম নেন তিনি। ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ইন্তেকাল করেন। শান্তি, সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দিয়ে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে প্রতিষ্ঠিত হন।
দিনটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালন করছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কিরাত ও নাত প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী বইমেলা। রাজধানীসহ সারাদেশে কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে মহানবীর (সা.) শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতারাও দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করেছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশের মিশনগুলো দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করছে।