এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চলতি বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আসন্ন এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে, যাদের মধ্যে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। এছাড়া, ১ ডিসেম্বর নেপালের সঙ্গে এবং ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
২৯ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলো ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফাইনাল হবে ৮ ডিসেম্বর।
উল্লেখ্য, গতবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপাধারী বাংলাদেশ। তারা সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
আরো দেখুন ╰┈➤…
সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…
নিউজটি পড়েছেন : ২৭৩