দীর্ঘ ১৫ বছর পর, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতে এক অসাধারণ ইতিহাস গড়ল বাংলাদেশ। জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে টাইগাররা ১০১ রানের জয় তুলে নেয়। এই জয়ে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে, তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং এবং জাকের আলীর সাহসী ব্যাটিং এই জয়ের মূল ভিত্তি।
ম্যাচের শুরুটা কঠিন ছিল বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে সাদমান ইসলামের হাফ সেঞ্চুরি সত্ত্বেও দলটি ১৬৪ রানে অলআউট হয়। জবাবে, বাংলাদেশের পেসার নাহিদ রানার অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজও ১৪৬ রানে গুটিয়ে যায়। মাত্র ১৮ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর দারুণ উদাহরণ স্থাপন করে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে জাকের আলীর ঝোড়ো ৯১ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে ২৬৮ রানে পৌঁছে দেয়। ৮টি চার ও ৫টি ছক্কায় সাজানো জাকেরের ব্যাটিং বাংলাদেশকে ২৮৭ রানের লিড এনে দেয়।
ওয়েস্ট ইন্ডিজের জন্য ২৮৭ রানের লক্ষ্য বিশাল মনে হলেও তাদের ব্যাটিং শুরুটা ভালোই হয়েছিল। ১০০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়েও তারা লড়াইয়ে টিকে ছিল। তবে চতুর্থ ইনিংসে তাইজুল ইসলামের স্পিন তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। তাইজুল একাই শিকার করেন ৫টি উইকেট, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ নেন যথাক্রমে ২টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৮৫ রানে গুটিয়ে যায়। এতে বাংলাদেশ ১০১ রানের জয়ে ম্যাচ শেষ করে। দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। এই জয়ের মাধ্যমে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের আনন্দে মাতল বাংলাদেশ।
ম্যাচে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর সিরিজ সেরা হন বাংলাদেশের তাসকিন আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ২০২৪ সালের টেস্ট সফর শেষ করল জয় দিয়ে। দেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি স্মরণীয় মুহূর্ত।