Search
Close this search box.

রবিবার- ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিপিএলের টিকিট বিক্রিতে বিসিবির নতুন নিয়মাবলী

বিপিএলের টিকিট বিক্রিতে বিসিবির নতুন নিয়মাবলী
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর ১১তম আসরের খেলা শুরু হতে যাচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের ম্যাচগুলো। তবে খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে টিকিট বিক্রির নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের বিপিএলের টিকিট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে বিক্রি করা হবে না। টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে দুটি মাধ্যম:

অনলাইন প্ল্যাটফর্ম: টিকিট পাওয়া যাবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে।
মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা: মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর এবং ভিআইপি শাখায় টিকিট পাওয়া যাবে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন একটি বুথে টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। তবে রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই সেই বুথের সামনে প্রচণ্ড ভিড় জমে। দর্শকদের চাপ সামলানো কঠিন হয়ে ওঠে এবং একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন হয় যে, স্টেডিয়ামের দুই নম্বর গেট ভাঙার উপক্রম হয়। এর প্রেক্ষিতেই বিসিবি এই নতুন সিদ্ধান্ত নেয়।

দর্শকদের সুবিধার্থে বিসিবি নিশ্চিত করেছে যে, অনলাইন প্ল্যাটফর্ম এবং ব্যাংক শাখাগুলোর মাধ্যমে টিকিট সংগ্রহ প্রক্রিয়া হবে সহজ ও নিরাপদ।

বিপিএলের এই আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিসিবি আশা করছে, নতুন এই সিদ্ধান্ত টিকিট সংগ্রহ প্রক্রিয়াকে সুশৃঙ্খল করতে সহায়তা করবে এবং দর্শকদের খেলায় অংশগ্রহণ আরও সহজ করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়