বাংলাদেশ আবারও সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা ঘরে তুলেছে। বুধবার, দশরথ স্টেডিয়ামে এক উত্তেজনাপূর্ণ ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ তাদের শিরোপা রক্ষা করেছে। নেপাল পরপর দ্বিতীয়বার রানার্স-আপ হলো।
প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় খেলাটি চললেও, দ্বিতীয়ার্ধে খেলার মাত্র ৫২তম মিনিটে বাংলাদেশ ১-০ গোলের লিড নেয়। তবে নেপাল কয়েক মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায়, যখন ৫৫তম মিনিটে আমিশা কার্কি একটি গোল করে ১-১ সমতা এনে দেন।
খেলার ৮০তম মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোল আসে, যা শেষ পর্যন্ত তাদের জয় নিশ্চিত করে। এই জয়ে বাংলাদেশ পরপর দ্বিতীয়বার সাফ শিরোপা জিতল। এর আগে ২০২২ সালের ফাইনালেও বাংলাদেশ নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা ঘরে তুলেছিল। অন্যদিকে, নেপাল ষষ্ঠবারের মতো সাফ ফাইনালে হেরে গেছে।
বাংলাদেশের এই সাফল্য তাদের মহিলা ফুটবলে নতুন দিগন্তের সূচনা করেছে। এই চ্যাম্পিয়নশিপ জয়ের ফলে বাংলাদেশের ফুটবলে একটি নতুন অধ্যায় রচিত হলো, যেখানে দেশের নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করছে।