এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আজ (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো সরাসরি সেমিফাইনাল নেই। তবে পয়েন্ট টেবিলের হিসেবে আজকের ম্যাচকেই ধরা হচ্ছে অলিখিত সেমিফাইনাল। কারণ, জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট।
এই গুরুত্বপূর্ণ লড়াইকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ইনজুরি, সাম্প্রতিক ফর্ম ও মাঠের কন্ডিশন বিবেচনা করে কোচ ও নির্বাচকরা সাজাচ্ছেন দল।
ওপেনিং জুটি নিয়ে অনিশ্চয়তা
ইনজুরি কাটিয়ে লিটন দাস দলে ফিরতে পারেন। তিনি খেললে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে এবং ফর্মে থাকা সাইফ হাসানকে। ভারতের বিপক্ষে ফিফটি করে সাইফ নিজের অবস্থান মজবুত করেছেন। তবে লিটন না খেললে ওপেনিংয়ে সাইফের সঙ্গে নামতে পারেন পারভেজ হোসেন, যিনি ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দিয়েছেন। ধারাবাহিক ব্যর্থতায় তানজিদ হাসানের একাদশে থাকা অনিশ্চিত।
মিডল অর্ডারে ভরসা হৃদয়
চারে থাকবেন ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়। তবে পাঁচ ও ছয়ে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট। শামীম হোসেন ও জাকের আলী সুযোগ পেলেও পারফরম্যান্সে হতাশ করেছেন। শামীম শূন্য রানে ফিরেছেন, আর জাকের এখনো ছক্কা মারতে পারেননি। এ অবস্থায় আজ নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে। আফগানিস্তানের বিপক্ষে তাঁর ছোট ইনিংস (৬ বলে ১২ রান) এখনো বিবেচনায় রয়েছে।