এশিয়া কাপের আগে দুর্দান্ত আত্মবিশ্বাস যোগালো লিটন দাসের বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসকে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে সফরকারীরা। তবে শুরু থেকেই চাপের মুখে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। পাওয়ার প্লেতে মাত্র ৪০ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। নাসুম আহমেদের স্পিন, তাসকিন আহমেদের গতি আর মোস্তাফিজুর রহমানের কাটারে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। বিক্রমজিৎ (২৪), শারিজ আহমেদ (১২) ও আরিয়ান দত্ত (৩০) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয় ডাচরা।
বাংলাদেশের হয়ে নাসুম নেন ৩ উইকেট। তাসকিন ও মোস্তাফিজ শিকার করেন ২টি করে। আর একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব।.
মাত্র ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় জ্বলে ওঠেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪০ রান। ইমন আউট হলেও দলকে জয় এনে দেন তামিম ও অধিনায়ক লিটন। বাঁহাতি এ ওপেনার মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ৪০ বলে অপরাজিত ৫৪ রানে ম্যাচ শেষ করেন। বাংলাদেশ ম্যাচ জেতে ৪১ বল হাতে রেখে।