পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হারের পর হেড কোচ মাইক হেসনের অবিলম্বে পদত্যাগের দাবি করেছেন। তিনি বলেছেন, হেসনের দুর্বল পরিকল্পনা ছিল দলের হারের মূল কারণ।
বাসিত আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে আহ্বান জানিয়েছেন যে, দেশের অনুভূতি বোঝেন এমন একজন স্থানীয় কোচ নিযুক্ত করা উচিত। তিনি মনে করেন, বিদেশি কোচের উপর নির্ভর করার চেয়ে স্থানীয় কোচ দলকে আরও ভালোভাবে গাইড করতে পারবেন।
তিনি অধিনায়ক সালমান আলী আঘারের কর্মকাণ্ডকেও তীব্র সমালোচনা করেছেন। বাসিত আলী বলেন, সালমান ‘ইয়েস ম্যান’ ধরনের ব্যক্তি, মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় তিনি পিছিয়ে। এছাড়াও ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্তে মোহাম্মদ নেওয়াজকে বোলিং না করানোর সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ করেছেন।
দলের অভ্যন্তরীণ সমস্যার কথাও তুলে ধরে তিনি অভিযোগ করেছেন যে, শাহীন শাহ আফ্রিদিকে অন্যায়ভাবে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে তিনি আহ্বান জানিয়েছেন, আফ্রিদিকে পুনরায় অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনলে দলকে শক্তিশালী করা সম্ভব হবে এবং জনগণের আস্থা পুনঃস্থাপন করা যাবে।
বাসিত আলী জোর দিয়ে বলেন, শাহীন আফ্রিদিকে অন্যায়ভাবে সরানো হয়েছে; তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পুনঃনিয়োগ করা উচিত।