বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন ঘিরে প্রত্যাশিত উত্তাপ কিছুটা কমে গেছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক হেভিওয়েট প্রার্থী সরে দাঁড়িয়েছেন। তবে সবচেয়ে বড় চমক সংগীতশিল্পী আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া।
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে বড় চমক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় তার জয় এখন নিশ্চিত। বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এ ঘোষণা দেন নির্বাচনের রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান।
চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ১৬টি আবেদন প্রত্যাহার হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। অন্য বিভাগগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনা সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। তার প্যানেলের আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও সরে দাঁড়িয়েছেন, যা নির্বাচনী অঙ্গনের উত্তাপ কমিয়েছে। এখন তিন বিভাগে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে, আর বাকি আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।