বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আগামীকাল ভোরে মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচকে সামনে রেখে কোচ কার্লো আনচেলোত্তি ঘোষণা করেছেন সম্ভাব্য একাদশ।
কোচ কার্লো আনচেলোত্তির বাছাই করা দলে অভিজ্ঞ কাসেমিরোর পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণ তারকা এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো।
সম্ভাব্য একাদশ
অ্যালিসন (গোলরক্ষক), ওয়েসলি, মারকিনিউস, গাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, এস্তেভাও, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো।
চলতি বাছাইপর্বে ব্রাজিলের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি থাকলেও তরুণদের দুর্দান্ত খেলা সেলেসাও শিবিরে আশার আলো জাগিয়েছে। অন্যদিকে লুকাস পাকেতা, রিচার্লিসন ও স্যামুয়েল লিনো বেঞ্চ থেকে নেমে ম্যাচে পরিবর্তন আনতে পারেন যে কোনো মুহূর্তে।
কোচিং স্টাফের আশা, মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের অভিজ্ঞতা দলকে প্রয়োজনীয় ভারসাম্য এনে দেবে।