আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকলেও এবার মাঠের বাইরে নতুন এক লড়াইয়ে নামতে পারেন। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি বার্সেলোনার আসন্ন নির্বাচনে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নিতে পারেন, তবে নিশ্চিত কিছু জানা যায়নি।
আগামী বছর বার্সেলোনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন। তবে মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক চরম ভালো নয়, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। ২০২১ সালের নির্বাচনে লাপোর্তা মেসিকে ক্লাবে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে সেই চুক্তি ভেস্তে যায় এবং মেসি প্যারিস সেইন্ট-জার্মেইঁতে যোগ দেন। মেসি ও তার পরিবার এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন।
সম্প্রতি বার্সেলোনার পক্ষ থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যদিও তা লাপোর্তার শিবিরের পক্ষ থেকে নয়। যদি মেসি অন্য প্রার্থীকে সমর্থন দেন, তাহলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। লাপোর্তার বিপক্ষে ভিক্টর ফন্ট ও জোয়ান কামপ্রুবি প্রার্থী হতে পারেন। বার্সার ডাবল জয়ের মৌসুমের পরও লাপোর্তার জয় নিশ্চিত নয়, এবং মেসির সম্ভাব্য অবস্থান তার জয় আরও কঠিন করে তুলতে পারে। সমর্থকরা এখন চোখ রাখছেন মেসির সিদ্ধান্তের দিকে।