২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তির দাবি চোটের কারণে বাদ, তবে নেইমারের বক্তব্য—টেকনিক্যাল সিদ্ধান্তেই তিনি দলে নেই।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৫ আগস্ট রাতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৫ জনের দল ঘোষণা করেছেন। এই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের।
আনচেলত্তির ভাষ্য অনুযায়ী, নেইমার ছোট-খাটো আঘাত পেয়েছে, তাই তাকে দলে রাখা হয়নি বলে জানান। তবে নেইমার পরদিন ২৬ আগস্ট সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে জানান,তার অবস্থা গুরুতর নয় তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
ম্যাচ শেষে নেইমার স্পষ্ট করে বলেন, জাতীয় দলে না থাকার কারণ আঘাত নয়,বরং টেকনিক্যাল সিদ্ধান্ত। কোচের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন,তবে শারীরিক সমস্যা তার বাদ পড়ার কারণ নয় বলে দাবি করেন।
আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে ব্রাজিল। বর্তমানে আনচেলত্তির দল ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।