মঙ্গলবার- ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কটল্যান্ডকে বিশ্বকাপে তুলতে না পারায় চাকরি ছাড়লেন

scotland-t20-worldcup-coach-resigns
ছবি: সংগৃহীত

স্কটল্যান্ড ক্রিকেট দল ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে। বিশ্বকাপে দলটিকে তুলে দিতে ব্যর্থ হওয়ায় প্রধান কোচ ডগ ওয়াটসন পদত্যাগ করেছেন, যা দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

ডগ ওয়াটসন ২০২৩ সালের মার্চে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং ২০২৪ সালের শুরুতে স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। তার অধীনে স্কটল্যান্ড ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বে স্কটল্যান্ড অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওমান ও নামিবিয়াকে হারালেও সুপার এইটে ওঠার জন্য যথেষ্ট করতে পারেনি। বিশেষ করে ইতালি ও জার্সির কাছে হারের ফলে তারা ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ হারায়।

পদত্যাগের পর ওয়াটসন বলেন, “দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে কিছুটা হতাশ, তবে এখানে কাটানো সময়ের অনেক সুন্দর স্মৃতি আমার সঙ্গে থাকবে। এই স্কোয়াড ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের ছিল। এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছি।”

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। ইতিমধ্যেই বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সুপার এইট থেকে খেলার সুযোগ পেয়েছে। আয়োজক ভারতও খেলবে। পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব পেরিয়ে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডসও বিশ্বকাপে সুযোগ পেয়েছে, যেখানে ইতিহাস গড়ে ইতালি প্রথমবারের মতো অংশ নিচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়