বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোন আইফোনের মডেল কে বাদ দেওয়া হয়েছে

iphone-xs-vintage-obsolete-support
ছবি সংগৃহীত

খুব শীঘ্রই ১৭ সিরিজের উন্মোচনের দিন আসছে। নতুন  আইফোন আনার আগে পুরনো দুই আইফোনের মডেল কে  ভিনটেজ তালিকাভুক্ত ঘোষণা করেছেন অ্যাপল ।  ৯ সেপ্টেম্বর থেকে নতুন সিরিজের আইফোন বাজারে আনা হবে বলে যানিয়েছেন। আইফোন এক্স এস ও ৮ প্লাসে এখন থেকে অ্যাপলের প্রযুক্তি ও নিরাপত্তা সেবার পরিধি কমিয়ে আনবে বলে অ্যাপল এ নতুন ঘোষণাটি দিয়েছে।

অ্যাপলের নীতিমালা অনুযায়ী, পুরনো ডিভাইসগুলিতে প্রযুক্তি ও নিরাপত্তা আপডেট সীমিত করা হয়।অ্যাপলের  কোনো পণ্যের উৎপাদন পাঁচ থেকে সাত বছর বন্ধ থাকলে সেটি ভিনটেজ তালিকাভুক্ত হয়ে যায়। ভিনটেজ পণ্য সাধারণত পুরনো সময়ের প্রতীক হিসেবে স্বীকৃত হয় এবং এর দাম ও ঐতিহ্য সময়ের সঙ্গে বাড়তে পারে।

অ্যাপলের ভিনটেজ তালিকায় থাকা যন্ত্রগুলো মেরামতের জন্য অ্যাপল স্টোর বা অনুমোদিত সার্ভিস সেন্টারে নেওয়া যায়, তবে এটি নির্ভর করে প্রয়োজনীয় যন্ত্রাংশের সহজলভ্যতার ওপর। আইফোন এক্সএস মডেলটি ২০১৮ সালের সেপ্টেম্বরে চালু হয়, কিন্তু এক বছরের মধ্যেই এর উৎপাদন বন্ধ হয়। আপেলের নিয়ম অনুযায়ী মাত্র পাঁচ বছরের মধ্যেই মডেলটির উৎপাদন বন্ধ করা হয়। পাঁচ বছর পূর্ণ হওয়ায় এবার আইফোন এক্স এস মডেলটি ভিনটেজে তালিকা করে দেওয়া হয়।

অ্যাপলের ভিনটেজ তালিকায় থাকা ডিভাইসগুলোতে সীমিত মেরামতের সুযোগ থাকলেও, অবসোলিট বা অপ্রচলিত তালিকায় যুক্ত হলে অ্যাপল আর কোনো সেবা প্রদান করে না। ২০১৭ সালের আইপ্যাড ৫ এখন অবসোলিট তালিকায় রয়েছে, তাই অ্যাপল আর এই মডেলের হার্ডওয়্যার সেবা দিচ্ছে না।যার ফলে এই মডেলের হার্ডওয়্যার সেবা বন্ধ হয়ে গেছে। ব্যবহারকারীরা এখন তৃতীয় পক্ষের সার্ভিস সেন্টারে মেরামতের উপর নির্ভর করে আছেন। আইফোন এক্সএস-এর ক্ষেত্রেও আগামী দুই বছরের মধ্যে অবসোলিট তালিকায় যোগ হবে এবং যন্ত্রাংশ মজুত থাকলেও  অ্যাপল আর সেবা দেবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা জানাবে আপনার জীবনের শেষ দিন: নতুন যুগের ‘ডেথ ক্যালকুলেটর’

অ্যাপলের  দেওয়া তথ্যমতে, সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো যন্ত্রাংশের প্রাপ্যতা ও সফটওয়্যার সাপোর্ট সীমিত হয়ে পড়ে। যার ফলে এই নিয়মের অংশ হিসেবেই পুরোনো মডেলগুলোকে ভিনটেজ ও অবসোলিট তালিকায় যুক্ত করা হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়