টেকনো গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশে মেগাবুক টি১’ মডেলের ল্যাপটপ তৈরি করা হয়েছে। টেকনোর এই নতুন ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি পর্দা ইন্টেলের শক্তিশালী ১৩তম প্রজন্মের কোর আই৯ প্রসেসর, যা হাই পারফরম্যান্স ব্যবহারকারীদের জন্য আদর্শ। এর সঙ্গে থাকছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস কার্ড, যা গ্রাফিক্স-নির্ভর কাজ যেমন ভিডিও এডিটিং, মাল্টিমিডিয়া প্রজেক্ট কিংবা লাইট গেমিংয়ের জন্য উপযোগী। এটিতে ৩২ গিগাবাইট র্যাম থাকায় একই সঙ্গে একাধিক কাজ করা যায়। যার বতমার্ন মূল্য ধার্য করা হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা।
টেকনোর মেগাবুক টি১ মডেলের নতুন ল্যাপটপটি আসছে শক্তিশালী স্টোরেজ, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে ফিচার নিয়ে।টেকনোর এই ল্যাপটপটিতে ৭০ ওয়াটের ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা একটানা ব্যবহার যাবে বলে যানানো হয়। ডিভাইসটিতে আরো রয়েছে ১ টেরাবাইট ধারণক্ষমতা, যেন এতে প্রচুর পরিমান ডকুমেন্ট, ছবি, ভিডিও ও সফটওয়্যার ইত্যাদি সংরক্ষণে রাখা যায়।এছাড়া, ৩০০ নিটস উজ্জ্বলতার ডিসপ্লে থাকার কারণে রোদ বা আলো বেশি থাকা জায়গাতেও কাজ করতে কোনো সমস্যা হয় না।
এতে রয়েছে ভিওসি (VOC) সাউন্ড সিস্টেম সমৃদ্ধ দুটি উন্নত মানের মাইক্রোফোন, যা এআই নয়েজ রিডাকশন প্রযুক্তির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের থাকা অপ্রয়োজনীয় সকল শব্দ সরিয়ে দিতে পারে। ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যার মাধ্যমে অতি দ্রুত চার্জও করা যায়।
এতে রয়েছে ডুয়েল টাইপ-সি পোর্ট, যার মাধ্যমে দ্রুত ডেটা ট্রান্সফার ও চার্জিং সুবিধা পাওয়া যায়। পাশাপাশি আরো রয়েছে HDMI 1.4 পোর্ট, USB 3.2 Gen 2 দুটি USB 3.2 Gen 1 পোর্ট USB 2.0 পোর্ট RJ-45 ইথারনেট পোর্ট TF কার্ড স্লট (MicroSD) ৩.৫ মিমি অডিও জ্যাকরিসেট সুইচ কেনসিংটন লক স্লট।