বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্কটপ ও ল্যাপটপে আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম

android-desktop-laptop-plan
ছবি: সংগৃহীত

গুগল এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে শুধু স্মার্টফোন ও ট্যাবলেটেই নয়, বরং ডেস্কটপ ও ল্যাপটপেও ব্যবহার করার পরিকল্পনা করছে। সম্প্রতি হাওয়াইয়ে অনুষ্ঠিত ‘স্ন্যাপড্রাগন সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ালকমের সহযোগিতায় এই নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। প্রযুক্তি বিশ্লেষকেরা এটিকে অ্যান্ড্রয়েডচালিত কম্পিউটার বাজারে বড় ধাক্কা হিসেবে দেখছেন।

সম্মেলনে গুগলের ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ বলেন, “আগে স্মার্টফোন ও কম্পিউটারের জন্য আলাদা অপারেটিং সিস্টেম তৈরি করা হতো। এখন আমরা কোয়ালকমের সঙ্গে মিলিত হয়ে একটি অভিন্ন প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছি, যা সব ধরনের ডিভাইসে কার্যকর হবে।” কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমনও জানান, “আমি এটি সরাসরি ব্যবহার করেছি এবং অভিজ্ঞতা অসাধারণ। এটি মোবাইল ও কম্পিউটারের মধ্যে বহুদিনের প্রত্যাশিত সংযোগ স্থাপন করছে।”

এছাড়া, গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কম্পিউটারে যুক্ত করার ওপরও কাজ করছে। রিক অস্টারলোহ বলেন, “আমরা আমাদের পূর্ণাঙ্গ এআই সক্ষমতা কাজে লাগাচ্ছি, ফলে অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য হবে।”

গত বছর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছিল, গুগল একটি প্রকল্প হাতে নিয়েছে, যার লক্ষ্য ক্রোম ওএস ও অ্যান্ড্রয়েডকে একীভূত করা। চলতি বছরের শুরুতেই গুগলের এক নির্বাহী বিষয়টি নিশ্চিত করেছিলেন। স্ন্যাপড্রাগন সামিটে এই প্রকল্প এখনও চলমান বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, খুব শিগগির স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও ডেস্কটপে একই অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ মিলবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়