
কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করতে ওপেনএআই তাদের এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করেছে। এই সুবিধার মাধ্যমে অভিভাবকরা সন্তানদের চ্যাটজিপিটি ব্যবহার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, অভিভাবকরা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত হবে। চাইলে সন্তানরাও অভিভাবককে অ্যাকাউন্ট যুক্ত করার আমন্ত্রণ পাঠাতে পারবে। একবার সেটিং চালু হলে এটি বন্ধ না করা পর্যন্ত কার্যকর থাকবে।
বর্তমানে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধাটি চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে ব্যবহার করা যাচ্ছে এবং খুব শিগগিরই এটি মোবাইল অ্যাপে আসবে।
অভিভাবকরা এই সুবিধার মাধ্যমে সংবেদনশীল কনটেন্ট, মেমোরি ব্যবস্থাপনা, ভয়েস ফিচার এবং ছবি তৈরি ও সম্পাদনার সুযোগ সীমিত বা বন্ধ করতে পারবেন। এছাড়া, মডেল প্রশিক্ষণের জন্য কথোপকথন ব্যবহারের নিয়ন্ত্রণও করা যাবে।