
বাংলাদেশের উদ্ভাবনী স্টার্টআপ ওয়ানব্রেন এআই চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই আয়োজিত ‘ওপেনএআই ডেভডে ২০২৫’-এ অংশ নিয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই সম্মেলনে ওয়ানব্রেন এআই-এর কর্মকর্তারা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং ডেভেলপার দলের সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওপেনএআই ডেভডেতে এবারই প্রথম বাংলাদেশের কোনো স্টার্টআপ অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। অনুষ্ঠানে ওপেনএআইয়ের শক্তিশালী জিপিটি-৫ প্রো, যুগান্তকারী ভিডিও মডেল সোরা-২, এবং সর্বাধুনিক ইমেজ জেনারেশন প্রযুক্তি প্রদর্শন করা হয়। ওয়ানব্রেন এআইয়ের তরফে জানানো হয়েছে, এই প্রযুক্তিগুলি দেশের সৃজনশীল ও পেশাদার কাজে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।
ওয়ানব্রেন এআই-এর প্রতিষ্ঠাতা অমিত দাস বলেন, ওপেনএআই ডেভডে ২০২৫-এ অংশগ্রহণ এবং স্যাম অল্টম্যানের সঙ্গে সাক্ষাৎ আমাদের জন্য বিশাল অভিজ্ঞতা। আমরা আমাদের ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই অভিজ্ঞতা বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য নতুন দিগন্ত খুলবে।