আজ (২৯ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবির আয়োজিত "ইবনে আল হায়াতাম সাইন্স ফেস্ট" অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে ছাত্রদের অবদানকে তুলে ধরতে এ আয়োজন করা হয়।
সাইন্স ফেস্ট পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ। নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পরিদর্শনে আরও অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আব্দুল মান্নান, মো. শামসুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ইবনে আল হায়াতাম সাইন্স ফেস্টে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, গবেষণাধর্মী প্রবন্ধ এবং প্রযুক্তির নতুন ধারণা উপস্থাপন করা হয়েছে। ছাত্ররা তাদের সৃজনশীল কাজগুলো প্রদর্শন করে দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে।
সাইন্স ফেস্টের মূল লক্ষ্য ছিল ছাত্রদের বিজ্ঞানমনস্ক করতে উৎসাহিত করা। বিশেষত, তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি ও গবেষণায় অনুপ্রাণিত করা।
উদ্যোগের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বিক নিরাপত্তা প্রদান করে। এ আয়োজন ছাত্রদের মধ্যে নতুন উদ্ভাবনের আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।