বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিডিও জগতে বিপ্লব: ওপেনএআই আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘সোরা ২’

sora-2-ai-video-app
ছবি: সংগৃহীত

ওপেনএআই শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও তৈরির অ্যাপসোরা ২’। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা কেবল লিখিত নির্দেশনা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে উন্নতমানের ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওতে সংলাপ, সাউন্ড ইফেক্ট এবং বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট যুক্ত করা সম্ভব হবে। চাইলে ব্যবহারকারীরা নিজের চেহারার আদলে তৈরি করা চরিত্রকেও ভিডিওর বিভিন্ন দৃশ্যে সংযোজন করতে পারবেন।

ওপেনএআইয়ের দাবি, সোরা ২ ভিডিও তৈরিতে এআই প্রযুক্তিকে এক নতুন মাত্রায় উন্নীত করবে। এটি দৃশ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংলাপ ও বাস্তবসম্মত শব্দ তৈরি করতে সক্ষম। এছাড়া, ভিডিওর বিভিন্ন চরিত্রকে মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা এবং নড়াচড়া করতেও সক্ষম হবে, ফলে ভিডিও আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মত হবে।

অ্যাপটিতে থাকবে টিকটক, ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসের মতো উল্লম্ব স্ক্রল ইন্টারফেস, যা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি সহজ করবে। অ্যালগরিদমভিত্তিক ফিডের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী অন্যান্য ভিডিও দেখতে পারবেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা সোরা ২ ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই অ্যাপ ওপেনএআইকে গুগল, মেটা ও বাইটড্যান্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ দেবে

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়