বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্ভাব্য বাসযোগ্য গ্রহ ট্র্যাপিস্ট-ওয়ানই নিয়ে ইতিহাস গড়ল নাসার টেলিস্কোপ

trappist-one-grh-bayumondol-abishkar
ছবি: সংগৃহীত

৪০ আলোকবর্ষ দূরের বহুল আলোচিত ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশার আলো দেখালেন জ্যোতির্বিজ্ঞানীরা।

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) চার দফা পর্যবেক্ষণ শেষে নিশ্চিত করেছে—গ্রহটির বায়ুমণ্ডল হাইড্রোজেন-প্রধান নয়। অর্থাৎ এটি ঘন হাইড্রোজেনমণ্ডল দ্বারা আবৃত নয়, যা গ্রহকে অতি গরম ও বাসযোগ্যতার অনুপযুক্ত করে তোলে। এ তথ্যের ফলে জোরালো হয়েছে ধারণা—গ্রহটিতে থাকতে পারে দ্বিতীয়িক বায়ুমণ্ডল, যেমন নাইট্রোজেন-সমৃদ্ধ স্তর, যা পৃথিবীর মতো জীবনধারণের জন্য সহায়ক হতে পারে।

ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ, কী বলছেন বিজ্ঞানীরা?

 

তবে গবেষকরা সতর্ক করেছেন, ট্র্যাপিস্ট-ওয়ানই একটি লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই ধরনের নক্ষত্রে ঘন ঘন তীব্র বিকিরণ বিস্ফোরণ ঘটে, যা গ্রহের বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে।

বিজ্ঞানীরা এই আবিষ্কারকে অভিহিত করেছেন—“মানব ইতিহাসে প্রথমবারের মতো সম্ভাব্য বাসযোগ্য গ্রহে বায়ুমণ্ডল শনাক্তকরণের প্রচেষ্টা” হিসেবে। এখন আরও পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হতে হবে—ট্র্যাপিস্ট-ওয়ানই সত্যিই প্রাণধারণযোগ্য কি না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়