Search
Close this search box.

বুধবার- ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানের চাঁদে বসতি স্থাপনের উদ্যোগ

জাপানের চাঁদে বসতি স্থাপনের উদ্যোগ
ছবিঃ সংগৃহীত

জাপান চাঁদে মানুষের বসতি স্থাপনের জন্য গবেষণা শুরু করেছে। দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং নির্মাণ কোম্পানি কাজিমা করপোরেশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘নিও লুনার গ্লাস’। ২০৩০-এর দশকের মধ্যে এটি সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য চাঁদে মানুষের বসবাসের জন্য কৃত্রিম অভিকর্ষ তৈরি করা। প্রকল্প অনুযায়ী, লুনার গ্লাস কাঠামোটি প্রায় ২০০ মিটার ব্যাস এবং ৪০০ মিটার উচ্চতা বিশিষ্ট হবে। এতে ১০ হাজার মানুষ বসবাস করতে পারবে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োসুকে ইয়ামাশিকি বলেছেন, “এই প্রকল্প শুধু চাঁদে নয়, মহাকাশে মানব বসতি তৈরির নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি আমাদের প্রযুক্তিগত উন্নতির মাইলফলক হয়ে থাকবে।”

লুনার গ্লাস প্রকল্পটি জাপানের মহাকাশ গবেষণায় একটি যুগান্তকারী পদক্ষেপ। চলতি বছর থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। জাপানি সংবাদমাধ্যম কিওডো নিউজ জানিয়েছে, চাঁদে মানব বসতি গড়ে তোলার পাশাপাশি এই প্রযুক্তি অন্যান্য গ্রহেও প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়