Search
Close this search box.

মঙ্গলবার- ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবাধিকার লঙ্ঘনকারী সেনাসদস্যরা শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত হবেন না: সেনাপ্রধান

মানবাধিকার লঙ্ঘনকারী সেনাসদস্যরা শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত হবেন না: সেনাপ্রধান
মানবাধিকার লঙ্ঘনকারী সেনাসদস্যরা শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত হবেন না

সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন শান্তিরক্ষা সংক্রান্ত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন সেনাপ্রধান।

গত ১৭ অক্টোবর জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেয়ান পিয়ারি ল্যাকরোয়িক্স এবং ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খেরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী

সেনাপ্রধান জানিয়েছেন, র্যাব ফোর্সেসে প্রেষণে থাকা অবস্থায় কোনো সেনাসদস্য মানবাধিকার লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না। এই ঘোষণা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেছে।

এছাড়া, সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং শান্তিরক্ষার জন্য গৃহীত ইতিবাচক পদক্ষেপের প্রসঙ্গও বৈঠকে উল্লেখ করেন সেনাপ্রধান। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

দর্শক২৪ সারাদেশের সকল খবর

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়