Search
Close this search box.

বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে তারা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া হয়। কিন্তু মার্চের ১০ তারিখ পার হয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এ নিয়ে সোমবার বিকেলে শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ করে দেন এবং পরে বাড়ি ফিরে যান।

পরদিন মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবি জানান।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও প্রথমে তারা কোনো সমাধান মানতে রাজি হননি। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, “সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে সেনাবাহিনীর সহযোগিতায় বেলা ১১টার দিকে তারা রাস্তা ছাড়ে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করেনি। কারখানা বন্ধের নোটিশ দেখে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আন্দোলনে নামতে বাধ্য হন।

অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সংকটের কারণে বেতন পরিশোধ করতে দেরি হচ্ছে, তবে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ ও প্রশাসনের আলোচনা চলছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়