Search
Close this search box.

বৃহস্পতিবার- ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাবি ভর্তি আবেদন: রবি-এয়ারটেল এসএমএস সমস্যা ও বিকল্প পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ আবেদন সমস্যা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়ায় রবি ও এয়ারটেল ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। এসব মোবাইল অপারেটরের এসএমএস ঢাবির কাছে পৌঁছাচ্ছে না, যার ফলে আবেদন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এই সমস্যার জন্য বিকল্প হিসেবে অন্য মোবাইল অপারেটর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রবি ও এয়ারটেলের গ্রাহকদের এসএমএস কারিগরি সমস্যার কারণে পৌঁছাচ্ছে না। আপাতত বিকল্প অপারেটর ব্যবহার করে এসএমএস পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সমস্যা সমাধান হলে পুনরায় এই অপারেটরগুলোর ব্যবহার করা যাবে।”

আবেদন প্রক্রিয়া:

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত সোমবার থেকে। ভর্তি পরীক্ষার আবেদন চলবে ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত। আবেদন ফি বিজ্ঞান ইউনিটের জন্য ১,০৫০ টাকা এবং আইবিএ ইউনিটের জন্য ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির লিংক থেকে।

সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…

ভর্তি পরীক্ষা ও প্রক্রিয়া:

প্রার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোনো শাখায় ফি জমা দিতে পারবেন। এছাড়া, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করেও ফি প্রদান করা যাবে।

প্রধান শর্তাবলী:

২০১৯-২০২২ সালের মধ্যে মাধ্যমিক ও ২০২৪ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

ভর্তির লিংক 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়