Search
Close this search box.

বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী দিবসে ব্র্যাক এনডিডি সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবন্ধী দিবসে ব্র্যাক এনডিডি সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ছবি: দর্শক২৪

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিলেটের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি সেন্টার (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের জন্য ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নানা ধরণের খেলাধুলায় আনন্দের সাথে অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাফর। তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ব্র্যাকের ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা প্রতিনিধি অনিক আহমদ অপু। সঞ্চালনায় ছিলেন এনডিডি সেন্টারের শিক্ষক ইসরা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা ব্যবস্থাপক জহিরুল ইসলাম, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সেন্টারের প্রধান শিক্ষক কলি দাস।

বক্তারা উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এনডিডি সেন্টারের মাধ্যমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, সেরিব্রাল পলসি, বুদ্ধিপ্রতিবন্ধী এবং ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের উন্নয়নে কাজ করে আসছে। সেন্টারটির মূল লক্ষ্য হলো: শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নয়ন, ইতিবাচক আচরণ বিকাশ, যোগাযোগ দক্ষতার উন্নয়ন, মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তির সুযোগ তৈরি, সেন্টারটি বিশেষ শিক্ষা ছাড়াও প্রি-একাডেমিক শিক্ষা প্রদান, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ব্র্যাকের অন্যান্য কর্মী, অভিভাবক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়