জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী দেশবাসীকে জালিমের পক্ষে না থেকে মজলুমের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এ বার্তা দিয়েছেন, যা মুসলিম সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
ফেসবুক পোস্টে আজহারী লেখেন, "জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন।" স্ট্যাটাসের সাথে একটি ছবি সংযুক্ত করা হয়েছে, যাতে সুনানু ইবনে মাজাহর একটি হাদিসের উল্লেখ রয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, "যে ব্যক্তি জালিমের পক্ষ নেয় অথবা জুলুমে সহায়তা করে, সে তা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মাঝে থাকে।" (সুনানু ইবনে মাজাহ: ২৩২০)
অক্টোবর মাসের ২ তারিখে মাওলানা আজহারী দেশে ফিরে আট দিনের সফর শেষে আবার মালয়েশিয়ায় ফিরে যান। এই সময়ে তিনি আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কয়েকটি ক্লোজ মিটআপ প্রোগ্রাম করেছেন। বিদায় নেওয়ার আগে আজহারী একটি স্ট্যাটাসে উল্লেখ করেন যে, দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে পরিবার ও পরিচিতদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন।
তিনি আরও জানান, ক্লোজ মিটআপের প্রোগ্রামটি সংক্ষিপ্ত নোটিশে আয়োজন করা হয়েছিল, তাই অনেক প্রিয়জন আসতে পারেননি। পরবর্তী সময়ে সবার সঙ্গে দেখা করার প্রত্যাশা প্রকাশ করেন তিনি।