
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ রাতে। আংশিক এ গ্রহণ বাংলাদেশ থেকে দেখা না গেলেও নিউজিল্যান্ড, দক্ষিণ পলিনেশিয়া ও অ্যান্টার্কটিকা থেকে দৃশ্যমান হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করায় সূর্যের কিছু অংশ আড়াল হয়ে যায়। এ সময় সূর্য আংশিকভাবে অদৃশ্য হয়। এজন্য একে আংশিক সূর্যগ্রহণ বলা হয়।
বাংলাদেশ থেকে সরাসরি দেখা না গেলেও মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের মাধ্যমে অনলাইনে এ দৃশ্য উপভোগ করতে পারবেন।
নিউজটি পড়েছেন : ১১৮