প্রখ্যাত লেখক ও বামপন্থী নেতা বদরুদ্দীন উমর মারা গেছেন। শ্বাসকষ্ট ও জটিলতায় আক্রান্ত হয়ে আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন গত সপ্তাহে। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্ম নেওয়া বদরুদ্দীন উমর ছিলেন মুসলিম জাতীয়তাবাদী নেতা আবুল হাশিমের পুত্র। ষাটের দশকে জাতীয়তাবাদী আন্দোলন ও ধর্ম-রাজনীতি নিয়ে তাঁর লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে পড়াশোনা শেষে তিনি দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। কৃষক ফেডারেশনের সভাপতি, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সমন্বয়কারী এবং জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।