বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে আটকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি অর্থ উদ্ধার

bangladesh-bank-theft-81m-dollar
ছবি সংগৃহীত

দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফল হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন। বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে ৮.১ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা হয়েছিল। পরে তা ফিলিপাইনের মাকাতি সিটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকে পাঠানো হয়। দীর্ঘ আইনি লড়াই এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

মামলার বাদী বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা। মামলা এখন সিআইডির তদন্তাধীন। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহযোগিতায় হ্যাকার গ্রুপ এই অর্থ পাচার করেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়