বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মো. সাইফুল আলম ও ভাইদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

mohammed-saiful-alam-red-notice
ছবি সংগৃহীত

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার ভাইদের বিরুদ্ধে দুদকের আবেদনের পর আদালত রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পর বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সাইফুল আলম ছাড়া বাকিরা হলেন তার তিন ভাই—রাশেদুল আলম, মারুফ আলম ও মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের কর্ণধার হিসেবে সাইফুল আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ মোট আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপের ব্যাংকগুলো নিয়ন্ত্রণ হারায় এবং তাদের ঋণগুলো আইনি প্রক্রিয়ায় খেলাপি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়